আমি প্রেগনেন্ট হওয়ার ৭ দিন পরে MM Kit  খেয়েছিলাম

 এবং আমার ১-৬ তারিখ পযন্ত ব্লিডিং হয়,,,১ম দিন কম ২য় তয় দিন  দিন অনেক বেশি ৪ র্থ  দিন থেকে কমা শুরু করে এবং ৬ তারিখ ভালো হয়ে যায়,কিন্তু এই মাসে কোন ব্লিডিং হচ্ছে না  গতো মাসে ১ তারিখ   ব্লিডিং হলে এই মাসে  4 দিন পার হয়ে গেলেও ব্লিডিং হচ্ছে না ব্লিডিং না হওয়া নিয়ে আমি খুব চিন্তিত,

আমার গর্ভপাত কি সফল হয়েছে,,, আমার  কি সব ক্লিয়ার হয়েছে...?

আমি কি চিন্তামুক্ত থাকতে পারি  যে আমি গর্ভবতি নই....??

এখন আমার পিরিয়ড হওয়ার জন্য কি করতে পারি...??

ডক্টেরের কাছে গেলে আমাকে কি চিকিৎসা দিবে,,, আমাকে কি আবার এভরোশন করার মতো আপারেশন করতে হবে নাকি......???

সাধারণ ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে????


Share with your friends
Jamiar

Call

প্রথমত বলি আপনি প্রেগন্যান্ট নন। উক্ত পিল সেবনের পর ৬ দিন মাসিকের রক্তপাত হওয়াতে আপনার গর্ভপাত সফল হয়েছে। আপনি দুশ্চিন্তা  করবেন না আপনি প্রেগন্যান্ট নন। আপনি অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে। উক্ত পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে পরবর্তীতে মাসিকের সময় পিছিয়ে যায় তাই অপেক্ষা করুন মাসিক হবে। আপনি পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন। তবে আপনার গর্ভপাত সম্পূর্ণ হয়েছে কি না সেটা আপনি গাইনি ডাক্তারের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করতে পারেন। তবে ভালো হবে আপনি আগামী ২ সপ্তাহ  পর্যন্ত অপেক্ষা করুন এর পরেও মাসিক না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন।

Talk Doctor Online in Bissoy App