RushaIslam

Call

১.আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হইতে হবে।

২.যাহারা পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা ও জীববিদ্যাসহ এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/আলীম/এ-লেবেল/১২তম গ্রেড/সমমানের পরীক্ষায় পাশ করিয়াছে তাহারাই কেবলমাত্র আবেদনের যোগ্য।

৩.আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা


সকল দেশী বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচ এসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যোগফল নূন্যতম ৯.০০ থাকিতে হইবে। কোন অবস্থাতেই এসএসি,এইচসি বা সমমান পরীক্ষার জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহন যোগ্য হইবে না। শুধুমাত্র উপজাতীয় এবং তিনটি পার্বত্য জেলার অ-উপজাতীয় কোটাভুক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে জিপিএ এর যোগফল নূন্যতম ৮.০০ থাকিতে হইবে। তবে কোন অবস্থাতেই এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নীচে গ্রহন যোগ্য হইবে না। কোন পরীক্ষায় রেফার্ড গ্রহন যোগ্য হইবে না। সকল ক্ষেত্রে এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক -র জীববিজ্ঞান এ নূন্যতম জিপিএ ৩.৫০ হইতে হইবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ