অথবা বিশ্বস্ত এমন কোন মার্কেট প্লেস আছে যেখানে সল্প অভিজ্ঞতা থাকলে ও কাজ করা যায়।যেমন ডাটা এন্ট্রি এর কাজ। 10-15 দিন ডাটা এন্ট্রির কাজ শিখলে পরে ডাটা এন্ট্রি করতে পারব প্লীজ বলুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Prime Barua

Call

আমার জানামতে এই সাইটগুলো থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করতে পারবেন। https://www.upwork.com/ http://www.freelancer.com/ http://www.guru.com/ http://www.graphicriver.net/ http://www.99designs.com/ http://www.fiverr.com/ http://www.getacoder.com/  তিন মাসের ভেতর আপনি যদি বেশি চর্চা করেন এবং বিভিন্ন বিষয়ে ডিজাইনে পারদর্শী হন তবেই মাসে ভালো মানের ইনকাম করদে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গ্রাফিক্সের কাজগুলো শেখার কোন শেষ নেই। আপনি যত পরিশ্রম করবেন নিত্য নতুন জিনিসের সাথে পরিচিত হবেন ও শিখতে থাকবেন। আপনি ৩-৪ মাসের ভিতরে শিখতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে। যদিও আপনি এর পুরো কাজগুলো শিখতে পারবেন না। তবে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ