ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিয়ারিং এর সাবজেক্ট গুলো হল: ১. কম্পিউটার ফান্ডামেনটাল ২. বেসিক ইলেক্ট্রিসিটি ৩. বেসিক ইলেক্ট্রনিক্স ৪. কম্পিউটার অ্যাপলিকেশন(i) ৫. ইলেক্ট্রনিক ডিভাইস & সার্কিট(I) ৬. বেসিক ওয়ার্কশপ প্রাকটিস ৭. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(i) ৮. কম্পিউটার অ্যাপলিকেশন(ii) ৯. ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ১০. ডিজিটাল ইলেক্ট্রনিক্স ১১. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(ii) ১২. ক্যাড & গ্রাফিক্স ডিজাইন ১৩. ডিজিটাল ইলেক্ট্রনিক্স(ii) ১৪. ডাটা স্ট্রাকচার & অলগারিদম ১৫. ইলেক্ট্রিক্যাল সার্কিট & মেশিন ১৬. মাইক্রোপ্রসেসর & মাইক্রোকম্পিউটার(i) ১৭. কম্পিউটার আর্কিটেকচার ১৮. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(iii) ১৯. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ২০. ওয়েব ডিজাইন ২১. মাইক্রোপ্রসেসর & মাইক্রোকম্পিউটার(ii) ২২. কম্পিউটার পেরিফেলার্স ২৩. ডাটা কমিউনেকেশন & কম্পিউটার নেটওয়ার্ক(i) ২৪. কম্পিউটার সিস্টেম সফটওয়্যার ২৫. কম্পিউটার সার্ভিসিং ২৬. ওয়েব ডেভেলপমেন্ট ২৭. ইমবিডেড সিস্টেম & পিএলসি ২৮. মাল্টিমিডিয়া গ্রাফিক্স ২৯. সিস্টেম এনালাইসিস & ডিজাইন ৩০. ডাটা কমিউনেকেশন & কম্পিউটার নেটওয়ার্ক(ii) ৩১. কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রোজেক্ট ৩২. ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ৩৩. এন্টারপ্রেনারশিপ ৩৪. ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং উল্লেখিত সাবজেক্টস গুলি কম্পিউটার সায়েন্স এই ডিপার্টমেন্টের সাবজেক্টস। এগুলো আপনি ৪ বছরের ডিপ্লোমা কোর্সের ৮টি সেমিস্টারে পাবেন। এসব সাবজেক্টস ছাড়াও আরো কিছু সাধারন সাবজেক্টস পাবেন যেমন ম্যাথম্যাটিকস, ফিজিক্স, বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ