Junait

Call

আইন অনুসারে কোন টাকা দেওয়া লাগবে না। এ বিষয়ে লেনদেন একদম বেআইনি। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং রীতি অনুসারে টাকা না দিলে আপনার নামে পুলিশ ভুল তথ্য দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে তাই প্রচলিত প্রথার মতো আপনাকে  টাকা দিতে হবে পুলিশকে। সাধারণত 500 টাকা দিলে ভেরিফিকেশন পাস করিয়ে দেয় পুলিশ। আপনার যদি প্রশাসনে লোক থাকে অথবা আপনার যদি ক্ষমতা থাকে তাহলে টাকা না দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন।  আর ক্ষমতা না থাকে তাহলে টাকা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

অাপনি টাকা দিতে একেবারেই রাজি হবেননা।পাসপোর্ট রিজেক্ট করতে হলে পুলিশকে প্রমাণসহ অাপনার বিরুদ্ধে কারণ দেখাতে হবে।অযথা অাপনার  passport  ব্লক করার  ক্ষমতা কারো নেই।চাকরি থাকবে না।তবে টাকা না দিলে পাসপোর্ট। পেতে দেরি হতে পারে তবে পাসপোর্ট  অফিসে অভিযোগ করলেই পাসপোর্ট পেয়ে যাবেন।ভয়ের কিছু  নেই।


অাপনি অামি সচেতন নাগরিক

ঘুষ দিব না নিবোও না

সাংবাদিকের সাহয্য নিয়ে হাতেনাতে প্রমাণসহ ধরিয়ে দিতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ