Call

ভালো ফলাফল করতে হলে নিজের ইচ্ছাশক্তিই বড়। নিজে নিজে রুটিন মাফিক কাজ করা সবচেয়ে ভালো। আসলে শেখার উদ্দেশ্যে পড়তে থাকুন দিনে কমপক্ষে ৫ ঘন্টা (স্কুলের সময় ব্যতীত)। তাহলে এমিনিতেই জিপিএ-৫ পাবেন। যখন যেটা পড়বেন তা মনোযোগ সহকারে পড়বেন যেন তা মাথায় বেশিদিন আটকে থাকে। মনোযোগ সহকারে না পড়লে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আমার মতে, সকাল বেলা পড়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর মস্তিস্ক থাকে শান্ত, মনও থাকে ফ্রেশ। এসময় পড়লে পড়া খুব সহজেই বোঝা যায় এবং আয়ত্ব করা যায়। ফলে অল্প সময়ে অধিক পড়া পড়া যায়। তাই বলে আমি কিন্তু রাত্রে পড়তে নিষেধ করছি না, রাত্রেও কমপক্ষে ৩ ঘন্টা করে পড়া উচিত। আর প্রাইভেট, কোচিং করা যা আমার মোটেও পছন্দ নয়। এসময় প্রাইভেট পড়ার থেকে নিজে নিজে পড়াই শ্রেয়। বলতে পারেন না বুঝলে? না বুঝলে স্কুলের স্যার তো আছে নাকি!! পড়া না বুঝলে পরেরদিন স্যারকে জিজ্ঞাস করতে পারেন, সমস্যা নেই বরং স্যার আপনাকে অন্যদের থেকে আলাদাভাবে দেখবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ