কম্পিউটার সায়েন্স বা CSE পড়তে চাই। আমার এস,এস,সি তে GPA 4.33 ছিলো। এবার HSC পরীক্ষা যেমন দিয়েছি ইনশাআল্লাহ GPA 4.20+ হবে। এখন এমন রেজাল্ট নিয়ে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে CSE পড়তে পারবো কি না ? যদি সম্ভাবনা থাকে তাহলে কোন বিশ্ববিদ্যালয় গুলো কম্পিউটার সায়েন্সের জন্য ভালো হবে জানতে চাই। ধন্যবাদ।
Share with your friends

৪.৩৩+৪.২০=৮.৫৩, মোট পয়েন্ট একটু কিছুটা কম। যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর কম নম্বর যোগ করা হয়,সেসব সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারলে CSE সাবজেক্টে চান্স পাবেন। আপনি কুমিল্লা,চট্টগ্রাম,জগন্নাথ,জাহাঙ্গীরনগর,পাবনা,রংপুর,দিনাজপুর,সিলেট (শাহাজালাল),গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারলে CSE সাবজেক্টে চান্স পেয়ে যেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Akbar360

Call

CSE কি শুধুমাত্র সাইন্সের জন্য? মানবিকের শিক্ষার্থীরা কি পড়তে পারবেনা?

Talk Doctor Online in Bissoy App