Call

বর্তমানে একজন নতুন সাধারন সদস্য নতুন একাউন্ট খোলার পর ১০ পয়েন্ট পেয়ে থাকেন এবং তিনি প্রশ্ন জিজ্ঞাসা করার সুবিধা পেয়ে থাকেন। আবার মান সম্মত উত্তর দিয়ে পয়েন্ট যদি ১০০ হয় তাহলে যেকোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা এই সুবিধাটি অর্জন করেন। এছাড়া ৩০০ পয়েন্ট অর্জন করলে তখন যে কোন প্রশ্ন বন্ধ করা এই সুবিধাটি অর্জন করেন। তাছাড়া পয়েন্ট যখন ৫০০ হবে তখন যে কোন প্রশ্নের জন্য পূণঃরায় বিভাগ বিন্যাস করা এই সুবিধাটি অর্জন করেন। তবে বর্তমানে বিশেষ সদস্য ছাড়া সাধারণ সদস্যদের বিভাগ পরিবর্তনের সুবিধাটি বন্ধ রাখা হয়েছে। উপরিউক্ত সুবিধা ছাড়া সাধারণ সদস্য আর অতিরিক্ত সুবিধা পাবে না যতক্ষন না তাকে বিশেষজ্ঞ করা হয়েছেঃ বিশেষ সদস্য হলে যে অতিরিক্ত সুবিধা পাবেনঃ প্রশ্ন জিজ্ঞাসা। উত্তর অপছন্দ করা। যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা। যে কোন প্রশ্ন সম্পাদনা। যে কোন উত্তর সম্পাদনা। যে কোন মন্তব্য সম্পাদনা। যে কোন প্রশ্ন বন্ধ করা। যে কোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা। Viewing who voted or flagged posts. পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান। যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা। সমন্বয়ক হলে যে অতিরিক্ত সুবিধা পাবেনঃ Editing posts silently. অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন। একজন সাধারন সদস্যকে বিশেষজ্ঞ করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ