Call

সরকারি পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় সম্পর্কে ধারনা থাকতে হবে। ১)কোন পলিটেকনিকে ভর্তি হবেন। ২)কোন টেকনোলজিতে ভর্তি হবেন। -»এখন যদি আপনি ভাল বিভাগীয় পলিটেকনিক ও টেকনোলজিতে ভর্তি হতে ইচ্ছে হয় তাহলে মিনিমাম জিপিএ- ৪.৫০-৫.০০ হতে হবে(মেধাক্রমানুসারে)। এবং লো-গ্রেডের পলিটেকনিকে জিপিএ, ৪.০০-৪.৫০ হলে ভাল টেকনোলজি পাবেন(মেধাক্রমানুসারে)। সর্বশেষ মেয়েদের জিপিএ ৩.০০ এবং ছেলেদের ৩.৫০ হলে পলিটেকনিকে আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্যঃ-মেয়ে,উপজাতি,টেকনিক্যাল ইত্যাদি কোঠা থাকলে মেয়েরা জিপিএ ৩.৫০-৪.৫০ ভিতরে যেকোন পলিটেকনিক ও টেকনোলজি পাবে এবং ছেলেরা ৪.০০-৫.০০ ভিতরে যেকোন পলিটেকনিক ও টেকনোলজি পাবে। 11)ভর্তিতে প্রথম কনফর্ম করতে প্রায় ১২০০ টাকা লাগবে। তারপর ক্লাস শুরুর পরে ৮০০+৯০০=১৭০০ টাকা লাগবে(সরকারি পলিটেকনিকে)।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ