ইচএসসি,,বাংলা ১ম পএ  পরিক্ষা আমি mcq সেট কোড টা ভুলে লেখি নাই,আমি কি করতে হবে..?? 
Share with your friends
Call

আপনার উত্তরপত্রটা সব সেটের সাথে মিলিয়ে দেখবে।যেটাতে সবচেয়ে বেশি নাম্বার পাবেন সেটিই দেওয়া হবে।এটা অনেকের কাছেই শুনেছি।যদিও নিশ্চিত না।  

Talk Doctor Online in Bissoy App
RushaIslam

Call

আপনার কিছুই করার নেইই।  তবে আপনার রেজাল্ট আসবেনা।  শিক্ষকরা পরীক্ষা শেষে খাতা গুলো যদি আবার চেক করেন এবং তারা আপনার ব্যাপারটি চেক করে বুঝতে পারলে সেট কোড পূরন করবেন। আর না দেখলে খাতা বাতিল হওয়া স্বাভাবিক।

Talk Doctor Online in Bissoy App

যদি সঠিক সেট কোড ভরাট করে থাকেন,তাহলে উপরে সেট কোড না লিখলেও কোন সমস্যা হবে না। যদি সেট কোড ভরাট না করেন,তাহলে সমস্যা হতে পারে। এক্ষেত্রে অাপনার প্রতি পরামর্শ হল,শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি দরখাস্ত লিখুন। তাহলে অাশা করি,ফেল হওয়া থেকে বেঁচে যাবেন।

Talk Doctor Online in Bissoy App