Junait

Call

হ্যাঁ,  পাস করে যাবেন।  ৩৩% নম্বর পেলেই পাস।  প্রাকটিক্যালে সাধারণত প্রায় পুরো নম্বর দেয় তাই  আপনার দেখানো হিসাব অনুযায়ী ১০০% পাস করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার পরিক্ষা নাম্বার পদ্ধতি হল নৈবেত্তিক ২৫÷ ৩= ৮.৩৩  লিখিত ৫০÷৩= ১৬.৩৩ পেতে হবে। ,তাহলে আপনি পাশ করবেন,, আপনি নৈবেত্তিক ও লিখিত তে পাশ করতে হবে ,,,,  আশা করি উত্তর টা পেয়েছেন ।       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এইচএসসি পদার্থবিজ্ঞানে অালাদা পাশ করতে হয় না। ১ম পত্র ও ২য় পত্র মিলে একত্রে পাশ ধরা হয়। পদার্থবিজ্ঞান সৃজনশীলে ১ম পত্র এবং ২য় পত্র মিলে মোট ৩৩ নম্বর পেলে পাশ। পদার্থবিজ্ঞান নৈর্ব্যক্তিকে ১ম পত্র ও ২য় পত্র মিলে মোট ১৭ নম্বর পেলে পাশ। যেহেতু পদার্থবিজ্ঞান ১ম পত্র সৃজনশীলে ১৪/১৫ নম্বর পাবেন,সেহেতু পদার্থবিজ্ঞান ২য় পত্র সৃজনশীলে ২০ নম্বর তুলতে পারলে পদার্থবিজ্ঞান সৃজনশীল অংশে পাশ করতে পারবেন। সোজাকথা, পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র মিলে সৃজনশীলে ৩৩ নম্বর এবং নৈর্ব্যক্তিকে ১ম ও ২য় পত্র মিলে মোট ১৭ নম্বর তুলতে পারলে পাশ করবেন। ব্যবহারিকের কথা নাই বা বললাম। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করলেই সবাইকে ব্যবহারিকে পাশ নম্বর দেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ