Junait

Call

MCQ  এবং রচনামূলক (নির্মিত) এই দুই অংশের মোট নম্বর মিলে গ্রেড নির্ধারিত হয়। দুটি অংশে ৩৩%  সর্বনিম্ন পাশ নম্বর। নৈব্যত্তিক নম্বর দিয়ে শুধু মাত্র গ্রেড অনুমান করা যায় না যেহেতু দুটি অংশ মিলেই গ্রেড নির্ধারিত হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ, আলাদাভাবে পাস করতে হবে। আপনাকে পাস করতে হলে কমপক্ষে ১০ পেতে হবে, তা না হলে পাস করার সম্ভাবনা নেই। আর গ্রেড পয়েন্ট কখনো শুধু MCQ অথবা CQ এর উপর নির্ভর করেনা। এটা পুরো নাম্বারের উপর নির্ভর করে। এক্ষেত্রে ৩৩% পাস আর ৮০% A+। ধরেন, MCQ এ পেলেন ১৫ আর CQ ৬৫ তাহলে উভয় মিলে ৮০ তাহলে আপনি A+ পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ