শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোন মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।যেমন Natrium এর সংক্ষিপ্ত রূপ Na.Rubidium এর সংক্ষিপ্ত রূপ হলো Ru.আর কোন মৌলের সাথে আরেকটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে।যোজনী তিন প্রকার।যেমন সুপ্ত যোজনী,পরিবতনশীল যোজনী,সক্রিয় যোজনী।সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে।আর একাধিক যোজনী থাকলে তাকে পরিবর্তনশীল যোজনী।কোন মৌল বা যৌগ কয়টি পরমাণু বা অণুর দ্বারা গঠিত তা প্রতীক দিয়ে প্রকাশ করাকে সংকেত বলে।যেমন Cl2 আবার Nacl

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ