আমি SSC ১৯' এ পরীক্ষা দিয়ে ভাল ফল করতে পারিনি। ভাবছিলাম এই রেজাল্ট নিয়েই এগিয়ে যাব, কিন্তু, ভাল কোথাও এডমিশন হচ্ছে না। তাই ইম্প্রুভ পরীক্ষা দিতে চাই। আবার হিতে বিপরীত হওয়ার ভয়ে একই সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কৃষি ডিপ্লোমা তে ভর্তি হয়ে থাকতে চাই। এই দুটি কি একসাথে সম্ভব? কারন ইম্প্রুভ পরীক্ষার রেজাল্ট না আসা পর্যন্ত তো (অবশ্যই আগের চাইতে ভালো) আগের রেজাল্ট বহাল থাকে, তাহলে সিভিল বা ডিপ্লোমা তে এডমিশন ও বাতিল হওয়ার কথা নয়। আপনার মতামত কি? আশা করছি, আন্দাজে কেউ উত্তর দেবেন না। কারন এটা আমার ভবিষ্যৎ এর ব্যাপার। অনুগ্রহ করে আপনার উত্তর এক স্বপক্ষে যুক্তি দেখাবেন।
Share with your friends

আপনি লেখা পড়া চালিয়ে যেতে পারেন...। যদি improve এ রেজাল্ট মনমতো না হয়.. তাহলে হতাশ হয়ে পরতে পারেন। তবে এখন ssc exam এর preparation নেওয়াই ভালো...

Talk Doctor Online in Bissoy App