একটি পত্র বা বিষয়ের ফল পুন:নিরীক্ষণের জন্য কম্পিউটার দোকানদারের ১২৫ টাকা খরচ হবে। কোন দোকানদার লাভসহ প্রতি বিষয়ের জন্য ১৪০ টাকা চাইতে পারে,কোন দোকানদার ১৬০ টাকা,আবার কোন দোকানদার ১৭০ টাকা চাইতে পারে। অর্থাৎ ফল পুন:নিরীক্ষণের অাবেদন করতে কম্পিউটারের দোকানভেদে টাকার পরিমাণ কম বেশি হতে পারে। অাপনি ফল পুন:নিরীক্ষণের অাবেদন করার অাগে দোকানদারের সাথে টাকার ব্যাপারটা ক্লিয়ার করে নিবেন। মনে রাখবেন,বাংলা ১ম পত্র ও ২য় পত্র এবং ইংরেজী ১ম ও ২য় পত্রকে একটি বিষয় ধরা হয়। তাই এসএসসির বাংলা ও ইরেজী বিষয়ে ফল পুন:নিরীক্ষণের অাবেদন করতে দোকানদারের ২৫০ টাকা খরচ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ