HIV জীবাণু খোলা অবস্থায় অর্থাৎ শরীরের বাইরে থাকলে কত সময় পর্যন্ত বেঁচে থাকে?
Share with your friends
RushaIslam

Call

এইচ আই ভি দেহের বাইরে বেশিক্ষণ বাঁচে না।সর্বোচ্চ ৩ থেকে ৭ দিন বাচে খোলা অবস্থায়। এর কারণ হচ্ছে এটি এনভেলপড ভাইরাস। এটি তাপমাত্রা, অম্ল-ক্ষারক, শুষ্কতা এর প্রতি সংবেদী।এর ভাইরাসে আক্রান্ত হবার ৬ থেকে ৭ সপ্তাহ পরেই কিছু অনির্দিষ্ট লক্ষণ দেখা দিতে পারে।এইচ আই ভি ভাইরাস কোনরকম লক্ষণ ছাড়াই সর্বোচ্চ ১০ বছর মানুষের শরীরে নিরবে বাস করতে পারে।

Talk Doctor Online in Bissoy App