Bissoy answer এ কোন html কোড অথবা কোন গুলো দ্বারা ডিজাইন করে প্রশ্ন বা প্রশ্নত্তর দিতে পারব এবং সে গুলো কি কি বুঝিয়ে দিন প্লিজ ?
Share with your friends
Call
বিস্ময় অ্যানসারে (Bissoy Answers) অযথা সব ক্ষেত্রেই HTML ব্যবহার করে টেক্সট ডিজাইন করা যাবেনা।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমনঃ
১) এক প্যারা লেখার পর অন্য প্যারা আকারে আকারে লেখতে।
HTML Code→<+br/>, <+p>
২) কিছু ক্ষেত্রে আন্ডারলাইন দিতে/শুনস্থানে উত্তর বুঝাতে ব্যবহার করা যাবে। যেমন: এই প্রশ্নের উত্তরে আমি যেমনটি করেছি।
HTML Code→<+u>Text<+/u>
৩. কিছু ক্ষেত্রে বোল্ড করা যাবে তবে সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। যেমনটি এই প্রশ্নের একটি উত্তরে করা হয়েছে। তবে পুরো লেখা বোল্ড করা যাবেনা।
HTML Code→<+b>Text<+/b>
৪) কোন উত্তরে টেক্সট এর মধ্যে তথ্যসূত্র বা সোর্স এর লিংক দিতে চাইলে, অথবা প্রশ্নকর্তা কোন লিংক চাইলে সেটি টেক্সট আকারে দিতে চাইলে। অর্থাৎ অবশ্যই কোন লিংক দেওয়ার প্রয়োজন পড়লে এবং সেটি টেক্সট আকারে দিতে চাইলে দেওয়া যাবে।
HTML Code→<+a href="Link">Text<+/a>
বিঃদ্রঃ অযথা অপ্রয়োজনে, অতি প্রয়োজন ছাড়া টেক্সট ডিজাইন করা বিস্ময়ে গ্রহণযোগ্য নয়। আর একটা কথা HTML Code গুলো ব্যবহারে প্রতিক্ষেত্রে '+' চিহ্নটি তুলে দিতে হবে।
Talk Doctor Online in Bissoy App