ZahidulSkb

Call

আল্লাহ তায়ালা কোরআন মাজিদে বলেছেন, তোমরা জেনা তো করো না জেনার নিকটবর্তী ও হয়ো না। অবৈধ ভাবে কোন নারী পুরুষ একত্রিত হওয়া জেনার শামিল। দুনিয়ার যে কোন বাদশা করুন না কেন তারা সবাই ই জেনা করেছে। আল্লাহর দরবারে সকলকে আগে যৌবনের হিসাব দিতে হবে /নিবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দাসীদেরকে ক্রয়সূত্রে বা গণীমত হিসাবে মালিক হয়ে তাদের সাথে সহবাস করা জায়েয আছে। ইউরোপের দাস প্রথা আর ইসলামে দাসদের মধ্য পার্থক্য আছে। ইসলামে জিহাদের ময়দানে গণিমত হিসেবে যুদ্ধবন্দীরা দাস-দাসী হয়। তাদের কে ক্রয় বিক্রয় করা যায়। কিন্তু ইউরোপের বণিকরা বা স্থানীয় রাজা-বাদশারা বা ডাকাতরা স্বাধীন মানুষকে অপহরণ, পাচার বা ঋণের মাধ্যমে যে দাস বানাতো তা ইসলামে বৈধ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ