সেট কোড ভুল ভরাট করা মানে ফেইল আসা। এমত অবস্থায় আপনি এখন আর কিছুই করতে পাবেন না। তবে চিন্তা করবেন না ১ম পত্র বাকি আছে... এটায় ভাল করুন। তাহলে আগামী বসরের জন্য এখানে আর বসতে হবেনা(hsc exam hall) ১ম পত্রে নিম্নে ২০-২০টি mcq ১০০% সঠিক দিন।  তাহলে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সেট কোড ভুল হলে পরীক্ষার পর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অাবেদন করলে আপনার রেজাল্ট ফেল অাসতো না। এখন শিক্ষাবোর্ডে যোগাযোগ করলে কোন কাজ হবে বলে মনে হচ্ছে না। যাই হোক,চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই এই বিষয়ে শিক্ষাবোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন। প্রয়োজনে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। পাস অাসলে তো ভালো,আর পাস না অাসলে অাগামী বছর ঐ বিষয়ে অাবার পরীক্ষা দিন। এছাড়া অার কোন উপায় নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ