আমার HP probook 450 G2 এর RAM চার GB , Graphics Card : Intel 5500UU , Windows 10 এর ল্যাপটপে Pubg এর মতন গেম খেলতে কোন driver ইনস্টল করব ?Hp এর website এ Intel এবং AMD দুইটা ড্রাইভার আছে ... কোনটা ব্যাবহার করা ভালো ..??
Share with your friends

যেহেতু আপনার ল্যাপটপটি ইন্টেল ব্যাসেড তাই আপনার উচিত হবে ইন্টেল এর ড্রাইভারটি  ইন্সটল করা, এএমডি এর ড্রাইভার ওদের নিজস্ব প্রসেসর (যেমনঃ রাইজেন থ্রেডরিপার) এবং গ্রাফিক্স কার্ড (যেমনঃ রেডিওন আর এক্স৫৮০)  কে টার্গেট করে তৈরি , সবকিছু ইন্টেল এর সিস্টেমর সাথে সিঙ্কআপ নাও করতে পারে।  আর যেহেতু পাবজি খেলবেন তাই উচিত হবে মিনিমাম ৩০ জিবি স্পেস হার্ডডিস্কে ফ্রি রাখা এবং DirectX 11 ইন্সটল করা। ইচ্ছা করলে সাথে Xinput1_3.dll ও ইন্সটল করে ফেলতে পারেন একসাথে। পাবজি এর মতো অন্যান্য মাল্টিপ্লেয়ার গেম খেলতে জিনপুট লাগে।  

Talk Doctor Online in Bissoy App