অ্যালকেন এর ভৌত ধর্ম তার কাবর্ণ সংখ্যার উপর নির্ভর করে ।কোন অ্যালকেন এর গলনাঙ্ক ও স্ফুটানাঙ্ক কত তা নির্ণয় এর কোনো সূত্র কি আছে ? যদি না থাকে তাহলে ১ থেকে ২০ কার্বন বিশিষ্ট অ্যালকেন এর গলনাঙ্ক ও স্ফুটানাঙ্ক গুলো একটু দিবেন কষ্ট করে ।
শেয়ার করুন বন্ধুর সাথে