আমার জাভা ফোনটির মডেল symphony l100 কিছু কিছু জাভা অ্যাপ ইনসটেল দেওয়ার পর যখন ওপেন করব তখন Mldlet file is curropted please reinstell এমন হয় কেনো? আবারা অ্যাপটি ডিলিট করে আবার ইনসটেল দিলে আবার ও দেখায় এমন কেনো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কারন আপনার মোবাইলে ওই অ্যাপটি সার্পোট করতে পারছে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার জাভা ফোনটির জাভার ধারণ ক্ষমতা কম তাই এমন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

উক্ত সমস্যাটি সাধারণত তিনটি কারণে হয়।প্রথমত,জাভা ফাইলটি মেমোরিতে কোন জায়গায় কপি করলে।দ্বিতীয়ত,একই মেমোরিতে একই জাভা ফাইল দুই এর অধিক থাকলে।তৃতীয়ত,জাভা ফাইলটিই যদি করাপ্টেড হয়।অর্থাৎ,যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন সেখানকার ফাইলটিই যদি দুই নম্বর হয়ে থাকে।এজন্য সেফ এবং অরিজিনাল রিসোর্স থেকে জাভা ফাইল ডাউনলোড করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ