"Bio" এতে যদি আমি কোনো হাদিস বা কুরআনারে আয়াত বাংলায় লিখি ৷ এতে ইসলামে কি কোন বাধা রয়েছে?
Share with your friends
Call

আমরা জানি কুরআন শরীফের অক্ষর হলো আরবি।আরবি থেকে বাংলা ট্যান্সেলট করতে অনেক ভুল সাধন হয়।তাই আমার মতে ফেসবুকে আরবি লেখাই শ্রেয়।তাছাড়া আপনি বাংলা অর্থ লিখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

নবী ও রাসূলগণ ইসলাম ও ইসলামের কথা প্রচারের কাজ করেছেন এবং এগুলি সবার মাঝে প্রচার করতে বলেছেন।

আল্লাহ তায়ালা বলেন-
তোমার রবের পথে আহ্বান করো হিকমতের সঙ্গে এবং সুন্দর সুন্দর উপদেশ দ্বারা আর ওদের সঙ্গে আলোচনা করো সদ্ভাবে আলোচনার মাধ্যমে। (সূরা নাহল : আয়াত ১২৫)
ফেইসবুক একটা বড় সোশ্যাল মিডিয়া। এখনো খুব সহজেই কোন কথা অনেকের মাঝে পৌছানো যায়। কেউ ভাল কিছু লিখে আবার কেউ খারাপ কিছু। আপনি হাদীস বা কোরানের আয়াত লিখলে অনেকেই দেহবে অনেকের কাছেই পৌছাবে। ভাল মনে আবেগী কিছু না লিখে এগুলি লিখলে অবশ্যই পূন্যের কাজ। আপনি কোরআন ও হাদীস সম্পর্কিত বিভিন্ন পোস্ট ও লিখতে পারেন। এগুলিতে সমস্যা নাই বরং এগুলি ভাল।
Talk Doctor Online in Bissoy App