Call

আমি সঙ্গা দিয়ে দিচ্ছি সেখান থেকে বুজে নেন..  গতিশীল বস্তুর সময়ের সাথে সরনের পরিবর্তন না হলে তাকে সমবেগ বলে।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বস্তুটিকে বল প্রয়োগ করে গতিশীল করা হয়েছে। তারপর আর বল প্রয়োগ করা হয়নি। তাই চলমান অবস্থায় বস্তুর উপর বল নেই। যেমন আপনি একটা কলমকে টোকা দিলেন, সেটা কিছুদূর চলে গেল। এক্ষেত্রে কলমটিকে টোকা দেওয়ার মুহূতেই বল প্রয়োগ হয়েছে। এরপর কলমটিকে কোনোভাবে বল প্রয়োগ করা হয়নি। টোকা দেওয়ার সময় বল প্রয়োগ করে বস্তুটিকে গতিশীল করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ