শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

হ্যা আছে। রেডিমেট মোবাইল চার্জার হিসাবে সোলার পাওয়া যায় যা ছোট এবং আপনি ব্যাকপ্যাকে বহন করতে পারবেন। কিন্তু এটি সব জায়গায় পাওয়া যায়না। ২০১৭ সাল অনুযায়ী দাম ছিল ৪৫০ টাকা। বর্তমান বলতে পারছিনা। তবে অঞ্চল ভেদে দাম কম বেশি হতে পারে।  কিন্তু আপনি যদি বহনযোগ্য না চান। বাসায় স্থায়ী হলে চলবে এমন হলে ৫ ওয়াটের প্যানেল কিনুন। ৩৫০-৪০০ টাকার ভেতর পাবেন। এটি দিয়া বাড়ির চার্জার লাইটসহ ৬ বড় ব্যাটারী(৬.5 AH এর ভেতর) সব চার্জ করতে পারবেন। মোবাইল সরাসরি চার্জ করতে পারবেন না। তবে ৫ ভোল্ট রেগুলেটর আইসি দিয়া চার্জার বানিয়ে চার্জ করতে পারবেন। চার্জার বানাতে খরচ পড়বে ১০ টাকার পার্টস আর মিস্ত্রি সার্ভিস যা নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ