আমার ন্যাশনাল আইডি কার্ডে ঠিকানা ভুল আসছে।আমি যেই ইউনিয়ন এ বাস করি এই ইউনিয়ন এর ই অন্য একটা গ্রাম/ওয়ার্ড এর ঠিকানা আসছে।আমার গ্রামের ঠিকানা আসে নাই।এখন কি এটা অনলাইন এ ঠিক করা যাবে? আর যদি কোন ব্যক্তি যদি ভোটার আইডি কার্ড নিয়ে বিস্তারিত জানেন তবে আপনাদের নাম্বার টা দিয়েন।খুব ইমারজেন্সি এইটা ঠিক করতে হবে। ধন্যবাদ !
Share with your friends

আপনি আপনার নিজস্ব উপজেলা কেন্দ্রের "উপজেলা নির্বাচন" কমিশন অফিসে যোগাযোগ করুন। সেখানে সংশোধন ফী বাবদ সম্ভবত ১৫০-২০০টাকা লাগবে। একটা ফর্ম পূরন করে জমা দিবেন। সাথে আপনার আইডি কার্ড টি নিয়ে যেতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে আর সেখানে গ্রামের নাম টা ঠিক থাকে তবে নিয়ে যাবেন। না থাকলে সমস্যা নাই। ফী জমা দিয়ে ফর্ম পূরণ করে জমা দিলে নির্দিষ্ট সময় নিয়ে আপনার ভুল সংশোধন করে দিবে। নতুন একটা আইডি কার্ড দিবে আপনাকে। আগের আইডি কার্ড টা জমা রেখে দিবে। কেননা একই ব্যক্তির ২ আইডি কার্ড প্রযোজ্য নয়। এই নিয়মে কোন হয়রানি ছাড়াই আপনার কাজ টা করতে পারবেন। আশা করি উপকৃত হবেন। আমি নিজে করে দিয়েছি একজনের। এটাই সঠিক পদ্ধতি।

Talk Doctor Online in Bissoy App