RS ভারতের মুদ্রার নাম। ৫ RS = ৫*১.২২= ৬.১০ টাকা।

Talk Doctor Online in Bissoy App

Rs হলো ইন্ডিয়ান টাকা। যাকে রুপি বলা হয়। 


আর ইন্ডিয়ান ১ রুপি = বাংলাদেশি ১.২১০ টাকা

তাই ইন্ডিয়ান ৫ রুপি = বাংলাদেশি   ৬.০৪৬ টাকা

Talk Doctor Online in Bissoy App
Call

রুপি চিহ্ন "₨" হলো একটি মুদ্রা চিহ্ন যা ব্যবহার করে শ্রীলঙ্কা, নেপাল, মরিশাস, সিশেলিয়াস, পাকিস্তানি এবং মালদ্বীপে অর্থের একক বোঝানো হয়। এই চিহ্নটি ল্যাটিন বর্ণ "Rs" বা "Rs."-এর অনুরূপ এবং প্রায়ই পরবর্তী চিহ্নগুলো ব্যবহৃত হয়। অর্থের পরিমাণ লেখার ক্ষেত্রে অঙ্কগুলোর পূর্বে উপসর্গ হিসেবে এই চিহ্ন বসিয়ে রুপির মুদ্রামান বোঝানো যায়, যেমন- "Re: ১" (এক এককের জন্য), বা "Rs. ১৪০" (এক রুপির বেশি হলে)। রুপি চিহ্নটি আগে ব্যবহৃত হতো ভারতীয় রুপি বোঝাতে। কিন্তু ২০১০ সালের ১৫ জুলাই থেকে এর বদলে ব্যবহার করা শুরু হয় ভারতীয় টাকার প্রতীক, ₹। নতুন চিহ্নটির গডন হলো দেবনাগরী অক্ষর र (রা) এবং লাতিন বড়হাতের অক্ষর R তার খাড়া দাগটি ছাড়া, সমান্তরাল দাগগুলো ওপরে (তাদের মধ্যে ফাঁকা অংশসহ)। এসব বৈশিষ্ট্য ত্রিরঙা ভারতীয় পতাকার ইঙ্গিতপূর্ণ বলে বলা হয়েছে।[১১] আর এটি সাম্যের চিহ্ন তুলে ধরেছে যা ভারতীয়দের অর্থনৈতিক বৈষম্য দূর করার ইচাছার প্রতীক। ইংরেজিতে রুপিকে সংক্ষেপে লেখা হয় Re. (একবচন), Rs. (বহুবচন) এবং ভারতীয় রুপির ক্ষেত্রে ₹ (ভারতীয় টাকার প্রতীক)। শ্রীলঙ্কার রুপিকে সিংহলি ভাষায় "රු" প্রতীকে চিহ্নিত করা হয়। এখন আপনি কোন Rs এর কথা বলছেন বুঝতে পারছি না

Talk Doctor Online in Bissoy App