এক থেকে দের মাস আগে আমার স্ত্রী এক মাসের প্রেগনেন্ট ছিল পরে mmkit ব্যাবহার করেছে এখন সে সম্পুর্ন সুস্থ কিন্তু আমার ভয় হয় যদি পরবর্তিতে প্রেগনেন্ট না হয়। এখন আমাদের কি করনিয় আছে যাতে বড় ধরনের কোন ক্ষতি না হয়।
Share with your friends
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।  আপনার স্ত্রী ভবিষ্যৎ প্রেগন্যান্ট হবেন কি না তা মাসিক হওয়ার উপর নির্ভর করবে।  কেনো না যেহেতু আপনার স্ত্রী এখন সুস্থ্য আর যদি তার মাসিক ঠিক একই  সময়ে প্রতি মাসেই হয় অর্থাৎ আপনার স্ত্রীর মাসিক নিয়মিত ভাবেই হতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যৎ এ আপনার স্ত্রী প্রেগন্যান্ট হবেন। 

 এই  mmkit পিল সেবনের ফলে   যদি আপনার স্ত্রীর মাসিক অনিয়মিত ভাবে হয় বা মাসিক ঠিক ভাবে ক্লিয়ার হয় না তাহলে  সহজেই আপনার স্ত্রী প্রেগন্যান্ট হবেন না। 

অতএব ভবিষ্যৎ এ আপনার স্ত্রী প্রেগন্যান্ট  হতে হলে তার   মাসিক নিয়মিত ভাবে হতে হবে।  এবং ৩-৭ দিনের মধ্যে মাসিক ক্লিয়ার হতে হবে। তাহলেই  ভবিষ্যৎ এ প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App