Share with your friends
Call

পরিক্ষার কয়দিন হাতে সময় আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। 


  • পরিক্ষার রুটিন জেনে নিয়ে পরিক্ষার দিনটি ক্যালন্ডারে মার্ক করে রাখুন। 
  • ক্যালেন্ডার মার্ক করা হলে আপনার পড়া বিষয়গুলো আবার রিভিশন বা পুনঃ আবৃতি করুন। সাড়া বছর না পড়ে পরিক্ষার সময় পড়লে হবে না।
  • যা জানেন তার বাহিরে কিছুই পড়বেন না। পড়লে মাথায় চাপ তৈরি হবে। পারলে সেই কয়দিন একটু অভিজ্ঞ কারো কাছে সাজেশন নিতে পারেন।
  • পরিক্ষার আগের রাতে বেশি রাত জাগবেন না। 
আশাকরি তবেই ভালো রেজাল্ট আসবে।
Talk Doctor Online in Bissoy App