Google থেকে ভিডিও, অডিও বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও কি করে ডাউনলোড করব? বিঃদ্রঃ মোবাইল সকল Android, Symphony P6, P7 অভিজ্ঞ কেউ উত্তর করলে কৃতজ্ঞ থাকব।
Share with your friends
Call

গুগল থেকে মানে? গুগোল তো একটা সার্চ ইঞ্জিন এখানে তো কোন অডিও ভিডিও পাওয়া যায় না ।  ইউটিউব থেকে ভিডিও, অডিও ডাউনলোড করতে পারবেন এজন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যাবহার করতে হবে যেমন Vidmate, Snaptube

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি গুগলে গিয়ে videos এ চাপ দিলে ভিডিও আসবে।।আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন।।।

Talk Doctor Online in Bissoy App
Call

গুগল থেকে ডাউনলোড বলতে আপনি গুগলের মালিকানাধীন ইউটিউব http://m.youtube.com এ গিয়ে সরাসারি ভিডিও দেখতে পারবেন। আর গুগলের সাহায্যে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে Google.Com এ যেয়ে আপনার পছন্দের গান বা ভিডিওটি নাম লিখে সার্চ করবেন। এতে বিভিন্ন ক্লিপ আসবে। আপনার পছন্দমতো ক্লিক করে ডাউনলোড করবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি ডাউনলোড করতে চাইলে প্রথমে যে ভিডিও বা অডিও ডাউনলোড করতে চান সেটির নাম লিখে সার্চ দিন;অনেকগুলো অপশন (ওয়েবসাইট)আসবে।তার থেকে যেকোনো একটি সিলেক্ট করে আপনি অপনার পছন্দসয়ী ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App