পিসি অন করলে 5-10 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়, তখন চালু করলে আর চলে না। অনেকক্ষন পর চালু করলে একই প্রবলেম। ভাবছি পাওয়ার সাপ্লাই বা কুলিং ফ্যানের প্রবলেম তাই ভালোমানের একটা পাওয়ার সাপ্লাই ও কুলিং ফ্যান কিনার পরও সমস্যাটা থেকেই যায়। তাই একটা র‌্যাম ও কিনে আনি, কিন্তু লাভ হয়নি। প্রসেসরে হাত দিয়েও দেখলাম, যে বেশি গরম হচ্ছে কিনা কিন্তু বেশি গরম হচ্ছে না। এখন কি করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যখন আপনার পাওয়ার সাপ্লাই বদলায় ও ঠিক হয়নি এখন  পিসিটি আপনার রিপেয়ারিং করানো উচিত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ