আপনি মাদারবোর্ডের কোন তথ্য কথা বলছেন


 যেমন গান ছবি এ ধরনের তথ্য বলে জমা থাকে আমাদের হার্ডড্রাইভে অথবা এস এস ডি তে 


তাছাড়া বুটিং সিস্টেম গুলি লোড থাকে মাদারবোর্ড এর কিছু চিপ এর মধ্যে যে গুলি মাদার্বোডে ইন্টারনালি লাগানো থাকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাদারবোর্ডের ডাটা চীপ এবং বায়োসে থাকে। কম্পিউটার চালু করলে যেটা প্রথম দেখায় সেটাই বায়োস বর্তমানে আরো নতুন পদ্ধতি uefi ব্যবহৃত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AlGalib

Call

মাদারবোর্ডের সব তথ্য মাদারবোর্ডের ফার্মওয়ারে জমা থাকে, যা BIOS (Basic Input Output System) নামে পরিচিত। BIOS একটি IC (Integrated Circuit) বিশেষ যার মধ্যে মাদারবোর্ড তৈরি কম্পানিগুলো তথ্য দিয়ে রাখে। কম্পিউটারে কারেন্ট না থাকা অবস্থায় ফার্মওয়ার মাদারবোর্ডের CMOS ( Complementary Metal-Oxide Semiconductor) ব্যাটারির সাহায্যে সক্রিয় থাকে বলে তথ্য মুছে বা গায়েব হয়ে যায়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ