Biology -তে পূর্ব পুরুষ বলতে কি দাদা,নানা-উভয়কেই বুঝায়?
শেয়ার করুন বন্ধুর সাথে

Biology তে পূব পুরুষ বলতে দাদা-দাদী সহ নানা -নানিকেও বোঝায়। কারণ আমরা জানি জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক। আর এই জিন আসে বাবা-মা থেকে। তাহলে বাবা-মাদের জিন নিশ্চই আমাদের দাদা-দাদী অথবা নানা-নানি থেকে আসে। যাদেরকে পূবপুরুষ বলা হয়। তাই পূবপুরুষ বলতে নানা নানিকেও বোঝানো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ