আমার জরায়ুতে পলিস্টিক ওভারি সিস্ট হয়েছে।এজন্য ডাক্তার আমাকে "Giane 35" নামক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করতে দিয়েছে। এটি খাবার পর আমার মাসিক ৭ দিন এর জায়গায় ১৩/১৪ দিন থাকে।পরপর দুইমাস এভাবেই মাসিক স্থায়ী ছিল।কিন্তু এখন আমার প্রায় দুইমাস(জানু ১৩- মার্চ ১৬) মাসিক হচ্ছে না। আবার ফেব্রু ১৩ তে আমি সহবাস করি,কোনরকম Protection ছাড়া।পরে Emcon1 জন্মনিয়ন্ত্রন Pill ও সেবন ।তাহলে আমার মাসিক এখন কেন হচ্চে না? Normens ট্যাবলেট টা কি আমি খাবো,মাসিক হবার জন্য?
Share with your friends
Jamiar

Call

আপনি প্রথমেই বললেন যে আপনার জরায়ুতে পলিস্টিক ওভারি সিস্ট হয়েছে, যার জন্য আপনার মাসিক অনিয়মিত ভাবে হয়।  আর যেহেতু  Giane 35" এই ট্যাবলেট খাওয়ার পর ৭ দিনের যায়গায় ১৩/১৪ দিন মাসিক স্থায়ি থাকে সে ক্ষেত্রে গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন। আপনার গত মাস গুলোতে অধিক হারে মাসিক হয়েছে  যা ১৩/১৪ দিন স্থায়ী ছিলো ফলে জানুয়ারি ও মার্চ  এর মাসিক পিছিয়ে যায় এছাড়াও আপনি ১৩ ই ফেব্রুয়ারি তে ইমার্জেন্সি পিল খাওয়া ভুল করেছেন ।এই ইমার্জেন্সি পিলের কারণে আবার মাসিক পিছিয়ে যাচ্ছে ফলে মাসিক অনিয়মিত হতে পারে। যদি সঠিক সময়ে ইমার্জেন্সি পিল খান তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই।অপেক্ষা করুন মাসিক হবে। না নরমেন্স ট্যাবলেট খাবেন না।। আর এই ট্যাবলেট খেলেই যে মাসিক হবে না কিন্তু নয়।   পরবর্তীতে কোন সমস্যা হলে গাইনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না।

Talk Doctor Online in Bissoy App