SapanBabu

Call

আপনার দাত দূর্বল হয়ে গেছে।এবং এর অবস্থায় আপনার ভালো মানের ও নরম জাতের ব্রাস ব্যাবহার করুন এবং দূতব্রাস এর নাম পেপসুডেন্ট এটি দাত শক্ত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

⭕মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান কারণ হলো মাড়ির লাইনে প্ল্যাক গঠন হওয়া। এতে মাড়িতে প্রদাহ হতে পারে, জিহ্বা মাড়ি ফুলে যেতে পারে।এছাড়াও- 

 রক্তপাতের যেকোনো অস্বাভাবিকতা

• জোরে জোরে দাঁত ব্রাশ করা

• গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন

• ঠিকমতো কৃত্রিম দাঁত না বসা

• ঠিকমতো ফ্লসিং না করা

• দাঁতে বা মাড়িতে ইনফেকশন

• লিউকোমিয়া, এক ধরনের রক্তের ক্যানসার

• স্কার্ভি, ভিটামিন সি-এর ঘাটতি

• রক্ত পাতলাকারী ওষুধ

• ভিটামিন কে-এর ঘাটতি

⭕কী করতে হবে-  

• রোগীকে বসিয়ে মাথা আঘাতের দিকে নিচু করুন, যাতে রক্ত বেরিয়ে যেতে পারে।

• একটা পুরু প্যাড অথবা গজ বা পরিষ্কার কাপড় রাখুন। তবে সেটি রক্তপাতের গর্তে ঢোকাবেন না। প্যাডে পুরু হতে হবে।

• রোগী প্যাডটি আঙুলের সাহায্যে জায়গামতো ধরে ১০-২০ মিনিট পর প্যাড পরিবর্তন করবেন, যদি কখনো গর্ত থেকে রক্ত বের হতে থাকে।

• মুখ পরিষ্কার করবেন না, তাতে রক্ত জমাটের কাজে সমস্যা হতে পারে।

• পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে কোনো ধরনের গরম পানীয় খাবেন না।

যখন ডাক্তার দেখাতে হবে-   

• যদি রক্তপাত তীব্র হয় কিংবা দীর্ঘ সময় ধরে হতে থাকে।

•   চিকিৎসা করার পরও যদি আপনার মাড়ি থেকে অবিরাম রক্ত বের হতে থাকে।

•   রক্তপাতের সঙ্গে যদি অন্য উপসর্গ থাকে।

-ধন্যবাদ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার খাবার হয়তো দাতের ফাঁকে থেকে যায়।যার কারনে একসময় পচে যায়।পচে গিয়ে আশে পাশে মাংসে তার প্রভাব পড়ে।যার জন্য দাঁত ব্যাথা অনুভব হয়।এবং মাংস ক্ষয় হয়ে গিয়ে রক্ত পড়ে।এর জন্য আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাবার আগে দাঁত ব্রাশ করুন।আর মিস্টি খাবার খাওয়া থেকে বিরত থাকুন।কারন দাঁতের জীবানু তৈরি হয় বেশির ভাগ মিস্টি থেকে।তাছাড়া মাংস বা অন্যান্য খাবার যদি দাঁতের ফাঁকে আটকে যায় তখনো দাঁতের সমস্যা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি নরম ব্রাশ ব্যবহার করুন, আস্তে আস্তে ব্রাশ করুন । বেশি সমস্যা হলে ডাক্তার দেখান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার দাঁত দৃর্বল হয়ে গেছে।আপনার খাবার দাঁতের ফাঁকে থেকে যায়।যার কারণে দাঁত ব্যাথা করে।এজন্য আপনি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করুন।আপনি ভালো মানের ও নরম জাতের ব্রাশ ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ