রাসূলের জন্ম ৫৭০  খৃষ্টাব্দে। এবং তিনি জন্মের নবম বছর (৫৭৮ খৃষ্টাব্দ) থেকে নিয়ে চাচার মৃত্যু (৬১৯/৬২০) পর্যন্ত তারই তত্ত্বাবধানে লালিত-পালিত হন। তাই একথা বলা যায় রাসূল সা. তার চাচা আবূ তালেবের কাছে ৫৭৮ খৃ. থেকে ৬১৯/৬২০ খৃ পর্যন্ত মোট ৪২/৪৩ থাকেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ