আমার স্ত্রী ভার্জিন আমি শুধু আমার পেনিস ওর যোনিতে স্পর্শ করে করাই কিন্তু তাও তাকে পিল খাইয়ে দেই ? পিল খাওয়ানোর সাতদিন পর সেখান থেকে রক্ত ক্ষরণ হচ্ছে আর ওর পিরিয়ডস এর এখনো দশদিন বাকি এক্ষেতে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য , আপনি মিলন না করেও ওনাকে ইমার্জেন্সি পিল খাওয়াইছেন সেক্ষেত্রে ওনার তো প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না।তবে ওনার মাসিক কয়েক সপ্তাহ আগেই হওয়ার কারন মুলত ইমার্জেন্সি পিল সেবন করা ,আসলে ইমার্জেন্সি পিল সেবনের কারনে অনেকেরি মাসিকের সময় পিছিয়ে যায় আবার কারো মাসিকের সময় হতে অনেক আগেই হয়ে যায়।অথবা মাসিক অস্বাভাবিক ভাবে হতে পারে। কাজেই আপনি ওনাকে এ বিষয় নিয়ে কোণ চিন্তাভাবনা করতে নিশেধ করুন।আসা করি বুঝতে পারছেন।পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ