শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পড়াশুনা করবে ৬ঘন্টা।খেলাধুলা ২ঘন্টা।ঘুরা ফিরা আরো ১ ঘন্টা।খাওয়া দাওয়া অন্য কাজ ২ঘন্টা।পারিবারিক কাজে সাহায্য করবে ৩ঘন্টা।ঘুমাবে ৬ঘন্টা।বাকি সময় স্কুল এবং রেষ্ট। এবার নিজেই ভেবে নাও কখন কি করবে??

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সকালে ৬ টা থেকে ১০ পর্যন্ত পড়বেন ৩ ঘন্টা। ১০ টার ভিতর সকালের খাবার গ্রাহণ করে মাদরাসায় চলে যাবেন। মাদরাসা যদি ২-৩ টার দিকে ছুটি হয় তাহলে বিকালে সুযোগ বুঝে ১-২ ঘন্টা পড়বেন। আর মাদরাসা বন্ধ থাকলে বা মাদরাসায় কোনো কারনণে না গেলে বিকালে ৩-৪ ঘন্টা পড়ার চেষ্টা করবেন। আর রাতে ৬ টা থেকে ১০ পর্যন্ত পড়বেন। তারপর খাবার খেয়ে ঘুমাবেন।

বিঃদ্রঃ বর্তমানে ভালো করে ক্লাস করেন প্রাইভেট প্রয়োজন না হলে পড়বেন না। আশাকরি উপরের নিয়ম অনুসরণ করলে হয়ত আপনি দাখিলে A+ পেতে পারেন।

আর নিশ্চয় নামায কাযা করবেন না। আশাকরি আপনাকে আল্লহ তায়ালা বরকত দিবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ