image


Share with your friends
Call

বল হলো একটা বাহ্যিক কারণ, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। যে পরিমাণ বল 1kg ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 50ms-2 ত্বরণ সৃষ্টি করে, তাকে 50N বল বলে।

Talk Doctor Online in Bissoy App

50N বল বলতে বোঝায় সেই পরিমাণ বল যা : |১| 1kg ভরের ওপর ক্রিয়া করে 50ms^(-2) ত্বরণ সৃষ্টি করতে পারে |২| 50kg ভরের ওপর ক্রিয়া করে 1ms^(-2) ত্বরণ সৃষ্টি করতে পারে। ॥॥॥ এছাড়াও আরও বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। তবে উপরের দুটি উত্তর বেশি ব্যবহার হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App

50kg ভরের বস্তুতে 1মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় , তাকে 50N বলে।

Talk Doctor Online in Bissoy App