অনেক সাইট থেকে জানা যায় যে, ওটিজি সাপোর্টেড ফোনে নাকি টিভি দেখা যায়। এটা কি সত্যিই দেখা যায় নাকি নিছক কথামাত্র? যদি কেউ এই মাধ্যমে টিভি দেখে থাকেন তাহলে জানাবেন কিভাবে ও কি কি লাগে?
শেয়ার করুন বন্ধুর সাথে


হ্যা আপনিও পারবেন আপনার এন্ড্রয়েড এ OTG সাপোর্ট করে এমন ফোনে টিভি দেখতে পারবেন তবে সেটা কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়া চলুন প্রথমে ডিভাইসটি দেখে নিনঃ

ডিভাইসটি হচ্ছে টিভি কার্ড আর এটি শুধুমাত্র এন্ড্রয়েড ডিভাইসে চলবে উপরের ছবিতে যে ডিভাইসটি দেখেছেন এটি Aver Media কোম্পানির।

এই ডিভাইসটি কিনতে হবে মডেল EW 510 for Android..... 

কানেশনের কোনো ঝামেলা নেই শুধু প্লাগ ইন করবেন চলুন দেখি কিভাবে ডিভাইসটি প্লে করে টিভি দেখবেন

প্রথমেই প্লে স্টোর থেকে Aver TV Mobile সফটওয়্যার টি ডাউনলোড করেন


তারপর ওপেন করার আগে ডিভাইসটি প্লাগ ইন করে নিন তারপর

সিম্পলি চ্যানেল স্ক্যান করুন আর উপভোগ করুন।

আপনি চাইলে এটি থেকে যেকোনো ধরনের অনুষ্ঠান ইচ্ছেমত আপনার মেমোরি কার্ড এ সংরক্ষণ করে রাখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ