পতঙ্গ ভোজী উদ্ভিদ কাকে বলে?
শেয়ার করুন বন্ধুর সাথে

●পতঙ্গভোজী উদ্ভিদঃ যে উদ্ভিদ কীট-পতঙ্গ খায়, তাকে পতঙ্গভোজী উদ্ভিদ বলে। যেমনঃ কলস উদ্ভিদ বা ঘটপত্রী (Pitcher Plant)। সূত্রঃ বাংলা ইংরেজি ডিকশনারী। ●কলস উদ্ভিদঃ এ উদ্ভিদ ছোট ছোট কীট-পতঙ্গ খায়। কলস উদ্ভিদের পাতাটা দেখতে অনেকটা কলসের মতো। এর মাথায় ঢাকনার মতো আরেকটা শাখাপত্র থাকে। কলস উদ্ভিদের কলসের মুখটা লাল রংয়ের ফুলের মতো দেখতে। সেখানে মধু উৎপন্ন হয়। মধুর লোভে কীট-পতঙ্গ এসে ভিড় করে কলসের মাথায়। কীট পতঙ্গ কলসের মুখে বসার সাথে সাথে কলসের ভেতরেও মধু উৎপন্ন হয়। ফলে আরো মধুর লোভে কীট-পতঙ্গ একেবোরে কলসের ভেতরে ঢুকে পড়ে। আর তখনই ঘটে বিপত্তি। কলসের ভেতরের দেয়াল এতোটায় মসৃন যে, একবার কোনো কীট-পতঙ্গ তার ভেতর পড়লে আর উঠতে পারে না। কলসে ভেতরে জমে থাকা পানি আর চটচটে একধরণের পদার্থ কীট পতঙ্গকে পুরোপুরি আটকে ফেলে। তারপর ওই কীট পতঙ্গের দেহ শুষে প্রোটিন সংগ্রহ করে এই কলস উদ্ভিদ বা পতঙ্গভোজী উদ্ভিদ। (সংকলিত)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ