এবং কিনার পরে কি কি লাগবে সেটি পিসিতে/মোবাইলে সেট অাপ করতে?
Share with your friends

এটা নির্দিষ্ট করে বলা যায় না । তবে আইডিয়া দিচ্ছি কেমন খরচ হতে পারে । ওয়াইফাই এর জন্য আপনার রাউটার কিনতে হবে । মোটামুটি একটা রাউটার এর জন্যও আপনাকে ১৫০০-১৭০০ টাকা গুণতে হতে পারে । এবার ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে । কানেকশনের জন্য সাধারণত ৫০০ বা এর কাছাকাছি কিছু টাকা নিবে । আর আপনি আপনার চাহিদা অনুযায়ী প্যাকেজ নিবেন । প্যাকেজের জন্য আলাদাভাবে টাকা দিতে হবে কিন্তু । ব্যাস, বাদবাকি সব সেটআপ কানেকশন দিবার সময়ই তারা করে দিবে ।

Talk Doctor Online in Bissoy App