Call

Psychology  শব্দটির উৎপত্তি গ্রীক থেকে। ইংরেজি ভাষায় যেসব বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছে, সেসব শব্দের ক্ষেত্রে  কিছু কিছু সময় মূল শব্দের বানান(spelling) ঠিক রেখে উচ্চারণের(pronunciatio)  সময় কিছুটা পরিবর্তন করা হয়। মূলত সহজেই উচ্চারণের সুবিধার্তে এই পরিবর্তন করা হয়। যেমন, xylophone শব্দটির উচ্চারণ করা হয় Zylophone এর মত, কিন্তু এর বানান(spelling) মূল শব্দের সাথে মিল রেখে xylophone-ই রাখা হয়েছে। 

ঠিক তেমনি Psychology শব্দটির বানান মূল শব্দের সাথে ঠিক রেখে উচ্চারণ Sychology এর মত করা হয়।


আরো বিস্তারিত জানতে চাইলে নিচের আর্টিকেলটি দেখতে পারেন-

Psychology Pronunciation

 

Talk Doctor Online in Bissoy App