limonhossan

Call

এটা স্বাভাবিক কোন সমস্যার লক্ষনন নয়।শীতকালে একটু বেশি ঝুলে থাকে। তবে আন্ডারওয়ার এর ব্যাবহার বাড়ালে সব ঠিক হয়ে যাবে এবং শক্ত হয়ে থাকবে।আর মুল কথা এর নির্দিষ্ট কোন গঠন নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই পুরোটা যা বর্ণনা করলেন তা হয় অন্ডকোষের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে । গরম লাগলে অন্ডথলি ঝুলে যায় এবং শরীর থেকে একটু দুরে চলে যায় । এতে করে এটা শরীর থেকে তাপ গ্রহন করবে কম । তাছাড়া অন্ডথলি প্রসারিত হয় বলে এটা তাপ ছাড়তে পারে দ্রুত । আর শীত লাগলে এটা সংকুচিত হয় ও শরীরের কাছাকাছি চলে আসে এবং সংকুচিত হয় বলে এটা তাপ ধরে রাখে বেশি । এবং শরীরের কাছাকাছি আসে বলে শরীর থেকেও তাপ নিতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ