শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমার জানা মতে কোন অ্যাপ এ কাজ হবে না। যদি না আপনার এলাকার নেট স্প্রিড ভাল হয়। নেট স্প্রিড ভাল হলে এমনিতেই নেট ফাস্ট হয়ে থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দেখুন আপনার এলাকায় যদি ভালো কাভারেজ না থাকে তাহলে কখনোই আপনি ভালো নেট স্পিড পাবেন না। আবার ফোনেরর নেটওয়ার্ক আইসি দুর্বল হলেও কম নেটওয়ার্ক পাবেন। মানে স্পিড লো পাবেন। আবার র‍্যাম সল্পতাও স্পিড কম পাওয়ার কারন। তাই আপনাকেই খুজে বের করতে হবে কেন স্পিড কম পান। যদি র‍্যামের কারনে হয় তাহলে 360, Android Asistant, এগুলা ব্যবহার করে দেখতে পারেন। আর নেটওয়ার্ক আইসি দুর্বলতা হলে তা চেনজ করে নিন। আর কভারেজ না থাকলে আমি দুঃখিত। আসলে স্পিড বাড়িয়ে দেওয়ার মত কোন এপই নাই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ