শেয়ার করুন বন্ধুর সাথে

যে ইউনিট বা ডিভাইস বা যন্ত্র রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তাকে সেল বা বৈদ্যুতিক সেল বলে। আর একাধিক সেল মিলে যখন একটি ডিভাইস গঠন করে তখন তাকে ব্যাটারি বলে। ব্যাটারি অনেক প্রকার রাসায়নিক উপাদান দিয়ে তৈরি।তবে এই পাঁচটি অংশ যেকোনো ব্যাটারির মধ্যে থাকতে হবে।যথা: ১। ধনাত্মক ইলেকট্রোড। ২। ঋণাত্মক ইলেকট্রোড। ৩।ইলেকট্রোলাইট। ৪।ডাই ইলেকট্রিক। ৫।ডিপোলাইজার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ