2015 সালের সেপ্টেম্বর মাসে আমি 5 /6  ফিট উপর থেকে পড়ে গিয়ে আমার ডান হাঁটুতে ব্যথা পায় ।পরের দিন ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি বিভাগে দেখানোর পরে ডাক্তার এক্সরে করার পর  প্রয়োজনীয় মেডিসিন দিয়ে বলেন, ভাঙ্গেনি তবে পরবর্তীতে সমস্যা মনে হলে বহির্বিভাগে দেখাবেন । পরবর্তীতে কয়েক মাস পর ঢাকা মেডিকেলের বহির্বিভাগে দেখালে, এক্সরে করার পর দেখা যায় হাঁটুতে একটা ছোট ফ্র্যাকচার আছে আর হাঁটুর পেশি একটু নরম হয়ে গেছে।  তখন ডাক্তার আমাকে এমআরআই করতে বলে ।এর মধ্যে আমি আবার বাড়ির কাজ করার সময় একটা বস্তা নিয়ে যাবার সময় পড়ে যায় এবং বুকে ও পিঠে ব্যথা পাই। ডাক্তার দেখালে এক্সরে করে বলে কোন সমস্যা নেই, কিন্তু বুকে ও পিঠে মেরুদন্ড বরাবর এখনো ব্যথা অনুভূত হয়, মাঝে মাঝে কোমরের ডান পাশে ব্যথা করে। অনেকক্ষণ পা গুটিয়ে আসন স্টাইলে বসে থাকলে পা ঝিমঝিম করে। এমতাবস্থায় আমি কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারি? অথবা কি করলে আমার জন্য সব থেকে বেশি ভালো হয় ?
শেয়ার করুন বন্ধুর সাথে