দ্রুত প্রয়োজন আজকের মধ্যে দিলে ভালো হয় 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উদ্ভিদকোষ ও প্রাণিকোষের পার্থক্য----

               উদ্ভিদকোষ                প্রাণিকোষ

১. কোষপ্রাচীর আছে।        ১. কোষপ্রাচীর নেই।

২. প্লাস্টিড আছে।              ২. প্লাস্টিড নেই।

৩. কোষগহ্বর বড়।            ৩. কোষগহ্বর ছোট।

৪. সেন্ট্রোজোম নেই।          ৪. সেন্ট্রোজোম আছে।

৫. গলগি বস্তু ছোট।           ৫. গলগি বস্তু বড়।

৬. সঞ্চিত খাদ্য স্টার্চ।         ৬. সঞ্চিত খাদ্য

                                              গ্লাইকোজেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১.উদ্ভিদকোষে কোষপ্রাচীর থাকলেও প্রাণীকোষে কোষপ্রাচীর থাকেনা।      ২.উদ্ভিদকোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণীকোষে প্লাস্টিড থাকেনা।        ৩.অধিকাংশ উদ্ভিদকোষে সেন্ট্রোসোম থাকেনা কিন্তু প্রত্যেক প্রাণীকোষেই সেন্ট্রোসোম উপস্থিত।     ৪.উদ্ভিদকোষে কোষ গহ্বর বিদ্যমান কিন্তু প্রানীকোষে কোষ গহ্বর অনুপস্থিত,যদি কখনো থাকে তবে তা আকারে ছোট হয়।    ৫.উদ্ভিদকোষে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের এক কোণায় থাকে আর প্রাণীকোষে নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে থাকে।    ৬.উদ্ভিদকোষ আকারে তূলনামূলক বড় আর প্রাণীকোষ আকারে তূলনামূলক ছোট।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ