Call

যায়েদ ইবনু সাবিত (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাকে ইয়াহূদীদের কিতাবী ভাষা (হিব্রু বা সুরিয়ানী) অধ্যয়নের জন্য আদেশ করেন এবং বলেনঃ আল্লাহ্‌র কসম! আমি আমার পত্রাদির ব্যাপারে ইয়াহূহীদের উপর নিশ্চিন্ত হতে পারি না। তিনি (বর্ণনাকারী) বলেন, তারপর মাসের অর্ধেক যেতে না যেতেই আমি সুফিয়ানী ভাষা আয়ত্ত করে ফেললাম, এ ভাষা শিক্ষার পর থেকে তিনি ইয়াহূদীদের নিকট কোন কিছু লিখতে চাইলে আমিই তা লিখে দিতাম। আর তারা তাঁর নিকট কোন চিঠি পাঠালে, আমি তাঁকে তা পড়ে শুনাতাম। (হাসান সহীহঃ মিশকাত(৪৬৫৯)। (তিরমিযী, হাদিস নং ২৭১৫—হাদিসের মান: হাসান সহিহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ