Call

দাখিলের ৬০ নং হাদিসঃ হযরত জাফর ইবনে আবু তালিব রাঃ হাবশা (আবিসিনিয়া) ভূমি থেকে তার প্রত্যাবর্তণের ঘটনা প্রসঙ্গে বলেন, আমরা আবিসিনিয়া থেকে রওয়ানা হলাম এবং মদিনায় এসে পৌছালাম।হযরত রসুল সাঃ আমার সাথে সাক্ষাৎ করলেন এবং আমার সাথে আলিঙ্গন করলেন।অতপর তিনি বললেন,আমি জানি না,আমি কি খায়বর বিজয়ের কারণে বেশি আনন্দিত।নাকি জাফরের আগমনে বেশি আনন্দিত।আর ঘটনাক্রমে এই আগমন হয়েছিলো খায়বার বিজয়ের দিন।*শরহে সুন্নাহ*

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ